ভাইফোঁটা ২০২০: অধীরকে ভাইফোঁটা পুত্রহারা রেণুকা মান্ডির
গত বছর লোকসভা নির্বাচনের দিন ছেলেকে হারিয়েছিলেন রেণুকা মান্ডি। সেদিন তাঁর ছেলে আত্মহত্যা করেছিলেন। বাড়িতে ছেলের মৃতদেহ রেখে অধীর চৌধুরীর সমর্থক রেণুকা সেদিন ভোট দিতে গিয়েছিলেন। আজ ভাইফোঁটার দিন সেই রেণুকার কাছ থেকেই ফোঁটা নিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা। উপহার বিনিময় হল দাদা ও বোনের মধ্যে।