Bharat Bandh Nov 26: শিয়ালদা দক্ষিণ শাখায় বজবজ ছাড়া অন্য কোথাও চলছে না ট্রেন, বিঘ্নিত ট্রেন চলাচল, ৭.০৫ এর বারুইপুর লোকালের পর আসেনি কোনও লোকালই
শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শাখায় মগরাহাট ও হোটর স্টেশনের মাঝে রেললাইন অবরোধ। লক্ষ্মীকান্তপুর শাখায় দক্ষিণ বারাসাত ও মথুরাপুর স্টেশনের মাঝে অবরোধ করেন ধর্মঘটীরা। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণের সমস্ত শাখাতেই একসময় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অন্যদিকে, শিয়ালদা মেন শাখায় বেলঘরিয়া স্টেশন ও ইছাপুর স্টেশনেও রেল অবরোধ হয়। তবে শিয়ালদায় দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক।
আজ বামেদের ডাকে দেশজুড়ে ধর্মঘট, রয়েছে Congress-র সমর্থন। পাশাপাশি রয়েছে TMC-র নৈতিক সমর্থনও। আজ সকাল থেকে Dharmatala-য় প্রাইভেট গাড়ি না থাকলেও রয়েছে সরকারি বাস। অনেকেই নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছেন। রয়েছে Police Van। অন্যদিকে Howrah-তেও রয়েছে সরকারি বাস। বালি থেকে হাওড়া অবধি দেখা মিলেছে পুলিশের। বনধ সমর্থনকারীরা জুট মিলের সামনে জমায়েত করেছেন। অন্যদিকে শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন জায়গায় চলছে অবরোধ, ফলে ব্যাহত ট্রেন চলাচল। অন্যদিকে দমদম বিমানবন্দর এলাকায় পরিবহণ ব্যবস্থা যথেষ্ট স্বাভাবিক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি পরিস্থিতি হয়, তাই এখন দেখার।