Bharat Bandh Nov 26: 'চলবে না মেট্রো' দাবি ধর্মঘটীদের, মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তুঙ্গে

Continues below advertisement

বামেদের ধর্মঘটে আজ Central Metro Station অবরোধ করা হয়। অবরোধ করেন ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। তাঁদের দাবি, সব জায়গায় ধর্মঘট সফল। রেল বন্ধ, উত্তরবঙ্গেও চা বাগান বন্ধ, চটকল বন্ধ। জোর করে যাঁরা বনধে বাধা দিচ্ছেন, তাঁরা তৃণমূলের হলেও বিজেপিকেই সমর্থন করছেন। আজ বামেদের ডাকে দেশজুড়ে ধর্মঘট, রয়েছে Congress-এর সমর্থন। পাশাপাশি রয়েছে TMC-র নৈতিক সমর্থনও। আজ সকাল থেকে ধর্মতলায় প্রাইভেট গাড়ি না থাকলেও রয়েছে সরকারি বাস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram