এলাকায় ঘুরে বেড়াচ্ছেন করোনা আক্রান্ত তৃণমূল নেতা, প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে পিটিয়ে 'খুন', 'হৃদরোগে মৃত্যু', পাল্টা শাসকদল

Continues below advertisement

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গাজিপুর গ্রামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। গতকাল বিকেলে ঘটনাটি ঘটে। বিজেপির অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী টিঙ্কু পাল করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও এলাকায় নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছেন। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন গোকুলচন্দ্র জানা নামে বছর বাষট্টির এক বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, এরপরই ওই গোকুলকে মারধর করেন টিঙ্কু ও তাঁর সঙ্গীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সাধরণ মানুষকে হিসেব বুঝে নেওয়ার কথাও বলেছেন স্থানীয় বিজেপি নেতারা।
ঘটনার পরই গতকাল রাতের মৃতের পরিবার ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে। যদিও রাজনীতি যোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েছে মৃত্যু। পিটিয়ে মারার কোনও ঘটনা ঘটেনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি গোটা ঘটনায়। তবে মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকার পরিস্থিতি থমথমে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram