Bihar Election 2020 : বিহারের ভোটের ফলের প্রভাব কি পড়বে এ রাজ্যেও? কী বলছেন রাজনীতির হেভিওয়েটরা?
Continues below advertisement
বিহারে অন্তিম দফার ভোটপর্ব মিটবার পর এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষায় ইঙ্গিত, নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ১০৪ থেকে ১২৮টি আসন। আরজেডি নেতৃত্বাধীন বিরোধী মহাজোট পেতে পারে ১০৮ থেকে ১৩১টি আসন। প্রয়াত রামবিলাস পাসোয়ানের এলজেপি-র ঝুলিতে যেতে পারে ১ থেকে ৩টি আসন। অন্যান্যরা ৪ থেকে ৮টি আসন পেতে পারে। প্রশ্ন এখন এটাই, বছর ঘুরলেই তো বঙ্গের বিধানসভার হাইভোল্টেজ নির্বাচন। প্রতিবেশী বিহারে ভোটের ফল যে পক্ষের অনুকূলেই থাকুক না কেন, তার কতটা প্রভাব পড়বে বঙ্গ বিধানসভা নির্বাচনে? ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বিহারের ভোটে বিজেপি ধাক্কা খেলে এ রাজ্যে তৃণমূল যে উৎসাহিত হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
Continues below advertisement
Tags :
Assembly Poll ABP Ananda LIVE JDU RJD Nitish Kumar Nda Abp Ananda Bengal Tejashwi Yadav Bihar Assembly Elections Bihar Phase 3 Voting Bihar Election Bihar Election 2020 Congress