“আদালতের রায়ে অপরাধী, উনি এখন পাহাড়ের কেউ নন”, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিমল গুরুঙ্গ প্রসঙ্গে বিস্ফোরক তামাঙ্গ
Continues below advertisement
আদালতই অপরাধী বলেছে বিমল গুরুঙ্গকে। ওর বাড়িতেই মিলেছে বিস্ফোরক। উনি এখন কেউ নন পাহাড়ে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফের চড়া সুর তামাঙ্গয়ের। তিনি বলেন, “সবার আইন মেনে চলা উচিত। আমার নামে কোনও ওয়ারেন্ট নেই। বিমল গুরুঙ্গ অপরাধী। আমার সঙ্গে একে-৪৭ ছিল না, অস্ত্র ছিল না, গ্রেনেড আর বিস্ফোরক ছিল না। আমার সঙ্গে বিমল গুরুঙ্গের তুলনা করবেন না।"
Continues below advertisement