এবার শান্তিনিকেতনের রাস্তা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রাস্তা ফিরিয়ে নিল PWD

Continues below advertisement
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রাস্তা ফিরিয়ে নিল পূর্ত দফতর। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি বিতর্কের মধ্যেই এবার এই নিয়ে সংঘাতে জড়াল রাজ্য সরকার ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আশ্রম এলাকায় কালীসায়ের থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত ২.৯ কিমি রাস্তা রয়েছে। একসময় রাস্তা দেখভালের দায়িত্বে ছিল পূর্ত দফতর। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২০১২ সালে রাস্তাটি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানায় তারা। ২০১৭ হস্তান্তর হয় সেই রাস্তা। কিন্তু এই রাস্তা দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয় তারা, এমনকি উৎসবের সময় কোনও গাড়ি ঢুকতে দেওয়া হত না।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram