Birbhum: মাড়গ্রামে বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সম্পাদককে ‘মারধর’

তৃণমূল-বিজেপির সংঘাতে ফের উত্তপ্ত বীরভূম। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে নানুরে ধুন্ধুমার অন্যদিকে মাড়গ্রামে বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সম্পাদক রেজাউল ইসলামকে মারধরের অভিযোগ। বীরভূমের মাড়গ্রামে বিজেপির (BJP) সংখ্যালঘু সেলের জেলা সম্পাদককে মারধরের অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পুলিশে মৌখিক অভিযোগ দায়ের। রেজাউল ইসলামের অভিযোগ, তাঁর নেতৃত্বে প্রায় ৪০০ জন তৃণমূল ছেড়ে বিজেপি যোগে দিয়েছিল, সেই ক্ষোভ থেকেই এই আক্রমণ। চিল, চড়. ঘুষি কিছুই বাদ যায়নি বলেই অভিযোগ তাঁর। চাকরির নামে টাকা নিয়ে প্রতারণা করেছিলেন। সেই রাগে মারধর করেছেন কর্মপ্রার্থীরা। পাল্টা দাবি তৃণমূলের। 
গত লোকসভা ভোটের বিধানসভাওয়ারী ফলাফলের ভিত্তিতে বীরভূমের ১১ আসনের মধ্যে তৃণমূল ৬ ও বিজেপি ৫ আসনে এগিয়ে। আগামী বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা, তার আগেই বাড়ছে রাজনৈতিক টানাপোড়েন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola