West Bengal Elections 2021: ‘ভাইপো’ নিয়ে চড়ছে বঙ্গ রাজনীতিতে TMC-BJP-র তরজার পারদ, রইল সারদা ইস্যুতে কুণাল ঘোষের আগের মন্তব্যও

কে ভাইপো? ক্ষমতা থাকলে নাম নিন। Kailash Vijavargiya-কে আক্রমণ Kunal Ghosh-র। পিসি বললে কাউকে বোঝাতে হয় না, পাল্টা খোঁচা Dilip Ghosh-র। সারদা, নারদা নিয়েও তুঙ্গে দুই দলের তরজা। বাংলার বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই আক্রমণাত্মক হয়ে উঠছে TMC-BJP-র বাকযুদ্ধ। তরজার কেন্দ্রবিন্দু একটাই শব্দ, ভাইপো। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে কারও নাম না করে তৃণমূলকে আক্রমণ করেন কৈলাস বিজয়বর্গীয়। যার পাল্টা জবাব দিতে দেরি করল না রাজ্যের শাসকদল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola