West Bengal Elections 2021: ‘ভাইপো’ নিয়ে চড়ছে বঙ্গ রাজনীতিতে TMC-BJP-র তরজার পারদ, রইল সারদা ইস্যুতে কুণাল ঘোষের আগের মন্তব্যও
কে ভাইপো? ক্ষমতা থাকলে নাম নিন। Kailash Vijavargiya-কে আক্রমণ Kunal Ghosh-র। পিসি বললে কাউকে বোঝাতে হয় না, পাল্টা খোঁচা Dilip Ghosh-র। সারদা, নারদা নিয়েও তুঙ্গে দুই দলের তরজা। বাংলার বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই আক্রমণাত্মক হয়ে উঠছে TMC-BJP-র বাকযুদ্ধ। তরজার কেন্দ্রবিন্দু একটাই শব্দ, ভাইপো। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে কারও নাম না করে তৃণমূলকে আক্রমণ করেন কৈলাস বিজয়বর্গীয়। যার পাল্টা জবাব দিতে দেরি করল না রাজ্যের শাসকদল।
Tags :
Kailash Vijavargiya ABP Ananda LIVE Abp Ananda TMC BJP West Bengal Elections 2021 West Bengal Elections Mamata Banerjee Dilip Ghosh