BJP Leader Manish Shukla's Death: পুলিশের আগ্নেয়াস্ত্র দিয়েই খুন মণীশকে! পুলিশ-ক্রিমিনালের জয়েন্ট অপারেশন, দাবি করলেন অর্জুন সিংহ

Continues below advertisement
পুলিশের অনুমান, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে মণীশ শুক্লকে। পুলিশ সূত্রে খবর, ৪ জন দুষ্কৃতী মোটরবাইকে এসে গুলি চালিয়ে চম্পট দেয়। হামলায় আহত হয়েছেন মণীশের একজন সঙ্গীও। পুলিশের অনুমান, এক্ষেত্রে ভাড়াটে খুনিদের ব্যবহার করা হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা খড়দার দিকে চম্পট দেয়। মুকুল রায় কিছুক্ষন আগে পৌঁছেছেন মণীশ শুক্লর বাড়িতে। গেছেন অর্জুন সিংহও। তাঁর অভিযোগ, "এটা পুলিশ আর ক্রিমিনালের জয়েন্ট অপারেশন। এই আর্মস পুলিশই শুধু ব্যবহার করে। এই তদন্ত সিবিআই করুক, কিন্তু মুখ্যমন্ত্রী তা করতে দেবেন না। কোর্টে গিয়ে সিবিআই দাবি করব।" অন্যদিকে, ঘটনার প্রতিবাদে এবার আমডাঙ্গায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। অন্যদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ের অবরোধ উঠে গিয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram