ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কে ১২ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার অর্জুন-ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিংহ
Continues below advertisement
ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ। গ্রেফতার বিজেপি সাংসদ অর্জুন সিংহর ভাইপো। ধৃত সঞ্জিত ১২ কোটি টাকা তছরুপে অভিযুক্ত, দাবি পুলিশ সূত্রে। পুলিশের দাবি, ২০১৮ সালের ২৮ ও ২৯ শে মার্চ, এই দু’দিনে সমবায় ব্যাঙ্ক থেকে ১১ কোটি ৩৪ লক্ষ টাকা ঋণ নেওয়া হয়। পাপ্পু সিংহের বিরুদ্ধে সেই টাকা তছরুপের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, আগে বেশ কয়েকবার তলব করা হলেও হাজিরা দেননি পাপ্পু।
Continues below advertisement
Tags :
Pappu Singh Sanjit Singh Bhatpara-Naihati Cooperative Bank North 24 Pargana ABP Ananda LIVE ??? Arjun Singh Abp Ananda