BJP West Bengal: উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুতে ফের ময়নাতদন্তের নির্দেশ জলপাইগুড়ি আদালতের

Continues below advertisement
শিলিগুড়িতে নিহত বিজেপি কর্মীর ফের ময়নাতদন্তের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালতের। বিজেপি সাংসদ জয়ন্ত কুমার আদালতের দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন, রাতের অন্ধকারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ময়নাতদন্ত করে পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে তিনদিনের মধ্যে ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ময়নাতদন্তের সময় পরিবারের লোকজন হাজির থাকবেন। ভিডিওগ্রাফিও করতে হবে। ৩ চিকিৎসকের সামনে হবে ময়নাতদন্ত।
এদিকে, উত্তরকন্যা অভিযানে শটগানের গুলির আঘাতে জখম হয়ে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে ট্যুইট রাজ্য পুলিশের। ট্যুইটে বলা হয়েছে, পুলিশ এ ধরনের শটগান ব্যবহার করে না। এটা স্পষ্ট, উত্তরকন্যা অভিযানে ছিল সশস্ত্র বহিরগতরা। খুব কাছ থেকে বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে। বিক্ষোভে সশস্ত্র কাউকে এনে গুলির প্ররোচনা অভূতপূর্ব। অস্ত্র ব্যবহার করে হিংসা ছড়ানোর উদ্দেশ্য ছিল, সিআইডি-কে তদন্ত করতে বলা হয়েছে। এই ঘৃণ্য খুনের পিছনে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ট্যুইটে জানাল রাজ্য পুলিশ।
এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নিজেদের লোকেদের মেরে কুৎসা বিজেপির, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির আনা শটগানেই মৃত্যু, দাবি সুব্রত মুখোপাধ্যায়ের। সঠিক তদন্ত হলেই সত্য সামনে আসবে, পাল্টা দিলীপ ঘোষ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram