বিজেপির নবান্ন অভিযান রণক্ষেত্রের চেহারা কলকাতা-হাওড়ায়, কিন্তু কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী?

Continues below advertisement

বন্ধ থাকা সত্ত্বেও বিজেপির নবান্নমুখী অভিযান ঘিরে ধুন্ধুমার কলকাতা ও হাওড়ার একাংশ। এরই মাঝে দুপুরবেলা আচমকাই নবান্নে যান মুখ্যমন্ত্রী। এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে মিনিট কয়েক কথা বলেই যান ভবানীভবনে। সূত্রের খবর, সেখানে গিয়ে বিজেপির নবান্ন অভিযানের ফুটেজ দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

প্রতিবাদ একাধিক ইস্যুতে। স্লোগান ছিল, পায়ে পায়ে উড়িয়ে ধুলো, নবান্ন চলো। তবে, নবান্নের ধারেকাছেও যেতে পারল না বিজেপি। তার আগেই বিজেপি নেতা-কর্মীদের আটকে দিল পুলিশ। স্যানিটাইজেশনের জন্য দুদিন বন্ধ নবান্ন। তবে, বিজেপির বিক্ষোভ কর্মসূচির আগে বৃহস্পতিবার সকাল থেকেই নবান্নের চারপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ কর্মী। এরই মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিজেপি কর্মীরা নবান্নের দিকে এগোনোর চেষ্টা করতেই রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ। ব্যারিকেড ভাঙার পর পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের মধ্যে থেকে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। পাল্টা পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাস ও জল কামান ছোড়া হয়। এরই মাঝে এদিন দুপুরে ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ফিরে হঠাত্ই ডুমুরজলা স্টেডিয়াম থেকে সোজা নবান্নে যান মুখ্যমন্ত্রী। এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে মিনিট কয়েক কথা বলেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। এবার তাঁর গন্তব্য ভবানী ভবন। সেখানে পৌঁছেই ডিজিপি এবং মুখ্যসচিবের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বিজেপির নবান্ন অভিযানের ফুটেজ দেখেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram