ঝরল রক্ত! উদ্ধার হল পিস্তল! ফাটল বোমা! বেগুনি জল স্প্রে, অসুস্থ রাজু - আর কী কী ঘটল বিজেপির নবান্ন অভিযানে?

Continues below advertisement

বিজেপির নবান্ন অভিযান নিয়ে গতকাল রণক্ষেত্র ছিল কলকাতা এবং হাওড়া। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গতকাল পশ্চিমবঙ্গে প্রথমবার জল কামানে ব্যবহার করা হল রঙিন জল। যা ঘিরে তুঙ্গে বিতর্ক। জলের সঙ্গে মেশানো ছিল রাসায়নিক, অভিযোগ করেছে বিজেপি। জল কামানে হোলির রঙ, দাবি মুখ্যসচিবের।

বৃহস্পতিবার দুপুরে বিজেপি নেতা সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাঁতরাগাছি থেকে শুরু হয় মিছিল। দুপুর বারোটা চল্লিশ। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মীরা। এরপরই জলকামান ব্যবহার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ও বিজেপি সাংসদ তেজস্বী সূর্যর নেতৃত্বে হাওড়া ময়দান থেকে শুরু হয় মিছিল। সেখান থেকে চারশো মিটার দূরে মল্লিকফটকে আগেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। মিছিল সেখানে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। পুলিশের প্রথম দুটি ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মীরা। তৃতীয় ব্যারিকেডটি ভাঙতে গেলে পরপর কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram