'লোভি-ভোগীদের পাঠাক আমরা পরিষ্কার করে নেব', মমতার 'ওয়াশিং মেশিন' কটাক্ষের পাল্টা বৈশাখী

Continues below advertisement
আজ টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল রয়েছে বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুরু হয়ে গিয়েছে সেই মিছিল। মিছিলের শেষে জনসভা রয়েছে শুভেন্দুর। টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে থেকে শুরু হল মিছিল। গাড়িতে রয়েছে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রয়েছে কর্মী-সমর্থকদের ভিড়। অন্যদিকে সাতগাছিয়ায় শুরু হয়েছে তৃণমূলের পাল্টা মিছিল। মিছিলে তৃণমূল নেতা-কর্মীরা রয়েছেন। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে মিছিল করছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। শোভন চট্টোপাধ্যায় বলেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষের কাছে দেওয়ার মতো উত্তর নেই। মানুষ এখন তৃণমূলের সরকারের প্রতি বিতশ্রদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বিশ্বাস থেকে অনেক দূরে সরে গেছেন।' বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি ওয়াশিং মেশিন হলে তো ভালোই! বিজেপি সমস্ত কালিমাকে ধুয়ে দেবে। ওনার দলের স্তরবিন্যাস হল লোভি-ভোগী-ত্যাগী। ত্যাগীরা বিজেপিতে। লোভি-ভোগীদের পাঠাক আমরা পরিষ্কার করে নেব।' মিছিল থেকে স্লোগান ওঠে, 'ঘরে ঘরে পদ্ম, দিদিমণি জব্দ।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram