BJP’s Uttarkanya Abhijan: কর্মীর মৃত্যুর প্রতিবাদে কাল উত্তরবঙ্গে বনধ ডাকতে পারে BJP

Continues below advertisement
BJP-র উত্তরকন্যা (Uttar Kanya) অভিযান ঘিরে ধুন্ধুমার। রণক্ষেত্র Siliguri। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপি কর্মীদের। ১৪৪ ধারা অমান্য করায় মিছিল আটকাল পুলিশ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। BJP-র তরফে দাবি করা হয়েছে পুলিশের লাঠির ঘায়ে তাদের এক কর্মীর মৃত্যু হয়েছে। ফুলবাড়ি হাসপাতালে পৌঁছন BJP-র রাজ্য সভাপতি  Dilip Ghosh । এই নিয়ে তিনি বলেন, 'আমি হাসপাতালে অন্তত ১৫জন কর্মীর সঙ্গে দেখা করলাম যাঁরা কোনও না কোনওভাবে আহত হয়েছেন। বেশিরভাগ জনের বুকে গুলি লেগেছে। যে বন্দুক দিয়ে পাখি মারা হয় সেই রকম। কিন্তু পুলিশের হাতে কী করে এরকম অস্ত্র এল? পুলিশকে এরকম আমরা ব্যবহার করতে দেখিনি। যিনি মারা গেছেন তাঁর বুকেও এরকম আঘাত আছে। প্রচুর রক্ত ঝরেছে। কিন্তু কীভাবে মারা গেছেন তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত হলে হয়ত বোঝা যাবে। এটা পুলিশ গুলি চালিয়েছে নাকি Trinamool Congress-এর দুষ্কৃতীরা গুলি চালিয়েছে তা বড় সন্দেহের ব্যাপার। আগামীকাল উত্তরবঙ্গ বনধ ডাকার কথা। পার্টির সঙ্গে কথা বলে সন্ধ্যায় ঘোষণা করব। আজকের অভিযান পুরোপুরি সফল।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram