সিআইডি তদন্ত করিয়ে ঘটনা ধামাচাপা দিতে চাইছে পুলিশ, শটগান নিয়ে পুলিশের বক্তব্যের পাল্টা বিজেপি

Continues below advertisement

গতকাল বিজেপির উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট পুলিশের হাতে। 'শটগানের গুলির আঘাতে জখম হয়ে বিজেপি কর্মীর মৃত্যু। পুলিশ এধরণের শটগান ব্যবহার করে না। এটা স্পষ্ট যে উত্তরকন্যা অভিযানে ছিল সশস্ত্র বহিরাগতরা। খুব কাছ থেকে বিজেপি কর্মীকে গুলি করা হয়েছে।' মিছিলেরই কেউ গুলি চালিয়ে বলে ধারণা তাদের। গোটা ঘটনায় সিআইডিকে তদন্তভার নিতে বলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে ট্যুইট পশ্চিমবঙ্গ পুলিশের। 'পুলিশ গুলি চালিয়েছে, না হয় পুলিশের উর্দি পড়া কেউ করেছে', নিজেদের দাবিতে অনড় বিজেপি। সিআইডি তদন্ত করিয়ে গোটা ঘটনা পুলিশ ধামাচাপা দিতে চাইছে বলেই অভিযোগ তাদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram