BJP’s Uttarkanya Abhijan: রণক্ষেত্র শিলিগুড়িতে পর পর কাঁদানে গ্যাস, এলোপাথারি ইটবৃষ্টি, আতঙ্কে 'গৃহবন্দি' স্থানীয়রা

Continues below advertisement
BJP-র উত্তরকন্যা (Uttar Kanya) অভিযান ঘিরে ধুন্ধুমার। রণক্ষেত্র Siliguri। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপি কর্মীদের। ১৪৪ ধারা অমান্য করায় মিছিল আটকাল পুলিশ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে একটি মিছিল আসছিল জলপাইগুড়ি মোড় থেকে। Dilip Ghosh-র নেতৃত্বে অন্য মিছিলটি আসছিল ফুলবাড়ি থেকে। সেই মিছিলটিও ফ্লাইওভার পেরোতেই বাধার মুখে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। সংঘর্ষে জখম সাংবাদিক, পুলিশকর্মীরা। জলকামানের মাধ্যমে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা। পাল্টা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। উঠছে 'জয় শ্রীরাম' স্লোগান। গলির ভিতর ঢুকে পরিস্থিতি আয়ত্বে আনার চেষ্টা করেছে পুলিশ। জানা গিয়েছে, এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বেজায় বিপাকে স্থানীয়রা। কেউ আতঙ্কে গৃহবন্দি, কেউ বা পথে নেমে তটস্থ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram