BJP’s Uttarkanya Abhijan: সরকারের আত্মবিশ্বাস তলানিতে, পুলিশের লাঠির ঘায়ে এক বিজেপি কর্মীর মৃত্যু, অভিযোগ দিলীপের
Continues below advertisement
BJP-র উত্তরকন্যা (Uttar Kanya) অভিযান ঘিরে ধুন্ধুমার। রণক্ষেত্র Siliguri। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপি কর্মীদের। ১৪৪ ধারা অমান্য করায় মিছিল আটকাল পুলিশ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে একটি মিছিল আসছিল জলপাইগুড়ি মোড় থেকে। Dilip Ghosh-র নেতৃত্বে অন্য মিছিলটি আসছিল ফুলবাড়ি থেকে। সেই মিছিলটিও ফ্লাইওভার পেরোতেই বাধার মুখে পড়ে। BJP-র রাজ্য সভাপতি Dilip Ghosh বলেন, 'এই মাত্র খবর পেলাম আমাদের এক কর্মী, যাঁর পুলিশের লাঠিতে মাথা ফেটেছিল, বুকে লেগেছিল তিনি মারা গেলেন হাসপাতালে। এক মহিলাকর্মী খুবই সিরিয়াসলি আহত হয়েছেন। শতাধিক কর্মী আহত। এখনও সেই সংঘর্ষ চলছে। একটা শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলনকে আটকাতে পুলিশ যা করছে, তা কল্পনাও করা যায় না। আমার মনে হয় সরকারের আত্মবিশ্বাস নিচে নেমে গেছে। তাই পুলিশ শক্তি দিয়ে সবকিছু আটকাবার চেষ্টা করছে।'
Continues below advertisement
Tags :
BJP’s Uttarkanya Abhijan Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bengali News Live Bangla Khabar Ajker Khobor Ajker Bangla Khabar Bengali News Bangla News Live Bangla News ABP Ananda Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Abp Ananda WB Polls 2021 With ABP Ananda West Bengal Elections With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 BJP WB Elections With ABP Ananda Bengal Polls WB Election WB Polls West Bengal Assembly Elections 2021 West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Elections Dilip Ghosh