কালো টাকা কান্ডে CBI-এর নজরে কলকাতার এক রাজনৈতিক নেতা
Continues below advertisement
এবার কালো টাকা কান্ডে CBI-এর নজরে কলকাতার এক রাজনৈতিক নেতা। CBI সূত্রে খবর, ২০১৪ সালে আয়কর দফতর প্রস্তাব দেয় কালো টাকা জমা দিলে নাম প্রকাশ করা হবে না। সেই অনুযায়ী কলকাতার ওই রাজনৈতিক নেতা বিপুল অঙ্কের টাকা জমা দেন। CBI-এর দাবি ২০১৮-তে সারদা কান্ডে তদন্ত করতে নেমে তারা আয়কর দফতরের কাছে ওই নেতার নাম জানতে চায়। কিন্তু আয়কর দফতর জানায় তারা নাম জানাতে অপারগ। CBI সূত্রে খবর, এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দফতর ও স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানান Kunal Ghosh। সূত্রের খবর, সেই চিঠির সূত্র ধরে CBI-এর নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি পাঠিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Continues below advertisement
Tags :
Black Money Scam Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News CBI Abp Ananda