Black Panther buxar: মনে পড়ে, সত্যজিত্ রায়ের সেই ব্রেজিলের কালো বাঘ? বক্সার জঙ্গলে ফের হদিশ মিলল সেই ব্ল্যাক প্যান্থারের
Continues below advertisement
জঙ্গলবুকে মোগলির সঙ্গী বাঘিরাকে মনে আছে নিশ্চয়?
কিংবা সত্যজিত্ রায়ের সেই ব্রেজিলের কালো বাঘ! এবারর বক্সার জঙ্গলে ফের হদিশ মিলল সেই ব্ল্যাক প্যান্থারের।
গত দশ দিনে একাধিক ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায়। বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের দাবি, শুধু ব্ল্যাক প্যান্থারই নয়, ক্যামেরা বন্দি হয়েছে হিমালয়ান ভাল্লুক, বন্য কুকুর, ক্লাউডেড লেপার্ড, বিভিন্ন প্রজাতির হরিণ পাহাড়ি ছাগলের ছবি। প্রতি বছর বর্ষার পর থেকে বক্সার প্রায় ২০০ ক্যামেরা ট্র্যাপ এক্সারসাইজ করা হয়।
গতবছরও নভেম্বরের শেষ থেকে চালু হয় ট্র্যাপ এক্সারসাইজ।
কিংবা সত্যজিত্ রায়ের সেই ব্রেজিলের কালো বাঘ! এবারর বক্সার জঙ্গলে ফের হদিশ মিলল সেই ব্ল্যাক প্যান্থারের।
গত দশ দিনে একাধিক ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায়। বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের দাবি, শুধু ব্ল্যাক প্যান্থারই নয়, ক্যামেরা বন্দি হয়েছে হিমালয়ান ভাল্লুক, বন্য কুকুর, ক্লাউডেড লেপার্ড, বিভিন্ন প্রজাতির হরিণ পাহাড়ি ছাগলের ছবি। প্রতি বছর বর্ষার পর থেকে বক্সার প্রায় ২০০ ক্যামেরা ট্র্যাপ এক্সারসাইজ করা হয়।
গতবছরও নভেম্বরের শেষ থেকে চালু হয় ট্র্যাপ এক্সারসাইজ।
Continues below advertisement
Tags :
Black Panther Buxa Forest Khobor Bangla Live News Bangla Khabar Bangla News Bengali News Bengali News Live Bangla News Live Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Abp Ananda