Buddhadeb Bhattacharya Health: 'বাড়ি কবে ফিরবেন', চিকিৎসকদের কাছে জানতে চাইলেন বুদ্ধবাবু

Continues below advertisement
বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি। রক্তচাপ, পালস রেট, অক্সিজেনের মাত্রা, কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ সব স্বাভাবিক। তবে তিনি এখনও বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন। আজ তাঁর ক্যাথিটার খোলা হতে পারে। এখনও রাইলস টিউব খোলা হয়নি। রাতে স্যুপ খেয়েছেন তিনি। গতকাল চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের কাছে তিনি জানতে চান বাড়ি কবে ফিরতে পারবেন। হাসপাতালে থাকলে সেকেন্ডারি ইনফেকশনের আশঙ্কার কথা মাথায় রেখে তাঁকে দ্রুত ছাড়ার ভাবনাই চিকিৎসকদের।
এদিকে, সঙ্কটমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য বসলেন বিছানায়, খেলেন চা। আগামী সপ্তাহেই তাঁকে ছাড়া হতে পারে। তবে তার আগে তিনি বাড়ি যেতে চাইলে ব্যবস্থা করার জন্য তৈরি হাসপাতাল, জানিয়েছে উডল্যান্ডস। হাসপাতাল সূত্রে খবর, শনিবার দুপুরে হাসপাতালের বিছানায় সোজা হয়ে পা ঝুলিয়ে বসেন তিনি। খেতে চান লিকার চা। চা দেওয়া হলে পুরোটাই খান। তাঁর শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক। সবার সঙ্গে কথাও বলছেন তিনি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram