Budget 2021 Live Updates: 'জ্বালানি থেকে ইন্টারনেট খরচ কমাক সরকার', বাজেটের আগে প্রত্যাশা আমজনতার

Continues below advertisement
আজ বেলা ১১টায় রয়েছে বাজেট পেশ। তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে সকাল সওয়া দশটায়। সারা দেশের সমস্ত স্তরের মানুষ আজ তাকিয়ে রয়েছেন সকাল ১১টার দিকে। করোনা কালে আজ সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কী চাইছেন সাধারণ মানুষ, গৃহস্থরা? এবিপি আনন্দর প্রতিনিধি কথা বলেছিল এক দম্পতির সঙ্গে। তাঁরা জানান, "সারা বছর প্যান্ডেমিকেই কেটে গেছে। গৃহস্থরা গ্যাসের ক্ষেত্রে সুবিধা পেলে ভালো হয়। কারণ রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলেছে। অনলাইন ক্লাসেও খরচ বেড়েছে। নেটের খরচ বেড়েছে। ট্যাব ও মোবাইল রাখতেই হচ্ছে বাচ্ছাদের জন্য। সেক্ষেত্রে স্কুল কর্তপক্ষ যদি কোনও ব্যবস্থা নেয় বা সরকার কোনও ব্যবস্থা নেয় তাহলে ভাল হয়। ইনকাম ট্যাক্সে ছাড় দিলে আমরা উপকৃত হব। পেট্রল-ডিজেলের দামে রাশ টানতে সুবিধাজনক হবে। ব্যাঙ্কের সুদ কিছুটা বাড়ালেও সুবিধা হবে।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram