Calcutta High Court: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ, ক্যাগ-কে তদন্তভার হাইকোর্টের

Continues below advertisement
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগে, বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দুর্নীতির তদন্তভার দেওয়া হল কেন্দ্রীয় সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ-কে। ৩ মাসের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।
গত ২০ মে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তছনচ হয়ে যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সর্বস্ব খুইয়ে চারদিকে ত্রাণের জন্য হাহাকার। সেই ত্রাণ বিলি নিয়েই স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ-সহ দুর্নীতির অভিযোগে মামলা করেন পাঁচজন। সেই একাধিক মামলার প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি, টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আর্থিক দুর্নীতির তদন্তের পাশাপাশি ক্যাগকে দেখতে হবে, কী পদ্ধতিতে ত্রাণ বিতরণ হয়েছে, কাদের মাধ্যমে ত্রাণ বিলি হয়েছে, মোট কতগুলি পরিবার ক্ষতিগ্রস্ত? কোন পরিবার ক্ষতিপূরণ পেয়েছে, আর কারা পায়নি? না পেয়ে থাকলে কেন পায়নি? এর জন্য কারা দায়ী?
হাইকোর্টের এই নির্দেশের পর, মামলাকারীদের আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, অনেক সময় তদন্ত চলাকালীন বিভিন্ন প্রকল্প আটকে যায়। এক্ষেত্রেও ত্রাণ বিলি বন্ধ থাকলে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার বিপাকে পড়বে। একথা শোনার পর প্রধান বিচারপতি নির্দেশ দেন- তদন্ত চলবে তার মতো। ত্রাণ বিলি বন্ধ হবে না।
ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। হাইকোর্টের রায়ের পর নিজেদের জয় দেখছে তারা। দুর্নীতির অভিযোগ উড়িয়ে ঘূর্ণিঝড়ের পর মানুষের পাশে থাকার দায়বদ্ধতার কথা, পাল্টা মনে করিয়ে দিয়েছে সরকার। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে, ঘূর্ণিঝড়ের ত্রাণ নিয়ে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram