Cattle Smuggling Case: গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের ডায়েরি আদালতে জমা দিল সিবিআই, ৬ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত

Continues below advertisement
গরু পাচারকাণ্ডে এবার মূল অভিযুক্ত এনামুল হকের ডায়েরি আদালতে জমা দিল সিবিআই। সূত্রের খবর, এই ডায়েরিতে কোটি কোটি টাকার লেনদেনের হিসেব লেখা রয়েছে। সিবিআইয়ের দাবি, তল্লাশির সময় এই ডায়েরি বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর, এতে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য মিলেছে। পাশাপাশি, আদালতে সিবিআইয়ের দাবি, তাদের হেফাজতে থাকাকালীন তদন্তকারীদের হুমকি দিয়েছে এনামুল। এমনকি জাল নোট কারবারের সঙ্গেও এনামুল যুক্ত থাকতে পারে বলে মনে করছেন সিবিআইয়ের তদন্তকারীরা। এনামুলকে ৬ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত।
এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কেন্দ্রীয় তদন্ততকারী সংস্থার দাবি, ৬ দিন হেফাজতে থাকাকালীন সহযোগিতা করেনি এনামুল। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। আজ এনামুলকে ফের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। ফের তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। এর আগে এই আদালত এনামুলকে জেল হেফাজতে পাঠায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। তার প্রেক্ষিতে এনামুলকে ৬ দিনের জন্য হেফাজতে পায় তারা। এরপর ফের আদালতে তোলা হলে, এনামুলকে জেল হেফাজতে পাঠানো হয়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram