West Bengal Elelction 2021: 'TMC-র ভুল ধরিয়ে দিচ্ছে বলেই চক্ষুশূল রাজ্যপাল', মন্তব্য Kailash-এর, 'Lok Sabha-তে রাজ্যপালের বিরুদ্ধে অনাস্থা আনা যায়, তবে রাষ্ট্রপতি পদক্ষেপ করতে বাধ্য নন', বললেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী

Continues below advertisement
এদিন রাজ্যপাল  Jagdeep Dhankar-র পাশে দাঁড়িয়ে TMC সরকারকে আক্রমণ করেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তিনি বলেন, 'যখন কোনও সরকার দেশের সংবিধান নিয়ে কাজ করে না, তখন রাজ্যপাল সরব হন। তৃণমূল প্রতিদিন সংবিধান অবমাননা করছে, তাই ওদের রাজ্যপালের কথা ভালো লাগছে না।' এ বিষয়ে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, 'যেহেতু President রাজ্যপালকে নিয়োগ করেন, তিনি তাঁকে অপসারণ করতে পারেন। রাজ্য-রাজভবন সংঘাতের মীমাংসা ১৫৬ ধারায় সংবিধানে ধারায় নেই। Lok Sabha-তে রাজ্যপালের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে। কিন্তু কোন দল অভিযোগ করলে, রাষ্ট্রপতি পদক্ষেপ নিতে বাধ্য নয়।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram