Cattle Smuggling in West Bengal: পুলিশের যোগসাজশ ছাড়া কি সম্ভব গরুপাচার? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে
Continues below advertisement
গরু পাচারের মামলায় BSF-Customs-র পাশাপাশি প্রশ্নের মুখে State Police-র ভূমিকা। গোয়েন্দা সূত্রে দাবি, বিভিন্ন রাজ্য থেকে গরু আসে West Bengal-এ। কিছুদিন লুকিয়ে রেখে তা নিয়ে যাওয়া হয় সীমান্তে। কিন্তু, পুলিশের যোগসাজশ ছাড়া কি এসব সম্ভব? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গোয়েন্দা সূত্রে দাবি, গরু পাচারকাণ্ডে সন্দেহের তালিকায় রয়েছে কয়েকজন Custom Officer-ও। পুরো বিষয়টি নিয়েই তদন্ত করছে CBI। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, গরু পাচার আটকানোর দায় কি শুধুই কেন্দ্রীয় সংস্থার? সীমান্তে পাচার আটকানোর দায়িত্ব অবশ্যই BSF এবং কাস্টমসের। কিন্তু, সীমান্ত অবধি যে রাস্তা দিয়ে গরু আনা হচ্ছে, তা তো রাজ্য পুলিশের অধীনে!
Continues below advertisement
Tags :
Cattle Smuggling In West Bengal Satish Kumar ABP Ananda LIVE Cow Smuggling CBI Customs BSF Abp Ananda