Morning Headlines: Netaji Birthday হোক National Holiday, মোদিকে মমতার চিঠি, ভোটের আগে প্রতিমাসে রাজ্যে ২দিন থাকবেন Amit Shah

Continues below advertisement

গরু পাচারের আগে BSF কর্তাদের একাংশের সঙ্গে পাচারকারীদের বৈঠক। প্রতি দফায় ৪০ লক্ষে রফা। সংকেতে বার্তা। Commandant-কে গ্রেফতারের পর দাবি CBI-র। গরুপাচার চক্র নিয়ে তুঙ্গে তর্জা। স্থানীয় পুলিশের যোগসাজশে কারবার। নজর দিক CBI, দাবি BJP-র। ভোট এলেই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় সংস্থা, পাল্টা তৃণমূল। দায়িত্ব পেয়েই জেলা সফরে BJP-র কেন্দ্রীয় নেতারা। পাখির চোখ বাংলার ভোট। ঘাঁটি গাড়ছেন Shah-Nadda-রা। প্রতিমাসে ২দিন থাকবেন অমিত শাহ (Amit Shsh), তিনদিন থাকবেন J.P.Nadda। ভরসা নেই দুর্বল বঙ্গ ব্রিগেডে, কটাক্ষ তৃণমূলের। বহিরাগত গুণ্ডা এনে অশান্তি করা চলবে না, পোস্তায় জগদ্ধাত্রী পুজোয় নাম না করে BJP-কে আক্রমণে Mamata Banerjee। বাংলাদেশী স্বাগত, BJP হলে বহিরাগত, পাল্টা Kailash Vijayvargiya। তুফানগঞ্জে BJP নেতা খুন। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগে আজ ১২ ঘণ্টা Bandh-র ডাক। ক্লাবের গণ্ডগোল, দাবি তৃণমূলের। পাড়ার ঝামেলা, বলছে police-ও। বাংলার ভোটে Standerd Protocol মেনে চাই কেন্দ্রীয় বাহিনী, Election Commission-র চিঠি CEO দফতরের। 23rd January Netaji-র জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে চিঠি মুখ্যমন্ত্রীর। আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে পালন করুন ছট পুজো, বার্তা Chief Minister Mamata Banerjee-র।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram