গরুপাচার কাণ্ডে অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে আজ আসানসোল সিবিআই আদালতে পেশ, কিছুক্ষণের মধ্যেই শুনানি
Continues below advertisement
আজ আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারকে। রয়েছে কেস ডায়রি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মামলার শুনানি।
বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক হত গরু পাচারকারীদের। সিবিআই সূত্রে এমনটাই দাবি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, বড় মাপের পাচারের আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এই বৈঠক হত। সিগনাল বা সঙ্কেতের মাধ্যমে বার্তার অর্থ বুঝিয়ে দেওয়া হত গরু পাচারকারীদের। এক-একটি পাচারের জন্য ৩৫-৪০ লক্ষ টাকায় রফা হত। পাচারের সময় গরুর গায়ে কালি দিয়ে চিহ্নিত করে বোঝানো হত কত টাকায় রফা হয়েছে। খবর সিবিআই সূত্রে। অন্যদিকে, গরু পাচারকাণ্ডে ধৃত বিএসএফ কর্তা সতীশ কুমারকে আজ আসানসোল আদালতে তোলা হবে। ধৃত বিএসএফ কর্তার স্ত্রী ও পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
Continues below advertisement
Tags :
Asansol CBI Court Explosive Fact BSF Officials Cattle Smuggling ABP Ananda LIVE Asansol CBI Abp Ananda Bribe