BSF আধিকারিকদের সবুজ সঙ্কেত পেয়েই গরু পাচার! বিস্ফোরক দাবি CBI-এর

Continues below advertisement

গরু পাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার করা বলে সিবিআই সূত্রে খবর। নিজাম প্যালেসে সাত ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। গরু পাচার কাণ্ডে প্রথম গ্রেফতার হলেন বিএসএফ আধিকারিক। সিবিআই সূত্রের দাবি, ২০১৭ সালে মুর্শিদাবাদে কর্মরত থাকার সময়ে গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল শেখের সঙ্গে যোগ ছিল সতীশ কুমারের। অন্যদিকে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক হত গরু পাচারকারীদের। সিবিআই সূত্রে খবর, পাচারের আগে বিএসএফ কর্তাদের একাংশের সঙ্গে বৈঠক পাচারকারীদের। এক-একবার পাচারের জন্য ৩৫-৪০ লক্ষ টাকার রফা। পাচারের সময়ে গরুর গায়ে কালি দিয়ে চিহ্নিত করা হত। কত টাকায় রফা বোঝাতেই গরুর গায়ে কালি দিয়ে দাগ দিয়ে দেওয়া হত বলে জানা যাচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram