CBI Raid in Illegal Coal Trade: এবার CBI-এর নজরে কয়লা, ৪৫ জায়গায় তল্লাশি
Continues below advertisement
গরু পাচারের কারবারের পর এবার সিবিআই-র নজরে কয়লা পাচার।
কয়লা পাচারকাণ্ডে চার রাজ্যের ৪৫ জায়গায় তল্লাশি CBI-এর। সিআরপিএফকে নিয়ে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহারের পাশাপাশি এরাজ্যের কলকাতা, সল্টলেক, রানিগঞ্জ, আসানসোল, দূর্গাপুর, পুরুলিয়ার মতো একাধিক জায়গায় প্রায় ৩০০ জন অফিসার তল্লাশি অভিযান চালান। অবৈধ কয়লা কারবারে অভিযুক্ত ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার কলকাতা ও জেলার বাড়ি, ফ্ল্যাট, অফিস ও ঘনিষ্ঠদের ডেরায় তল্লাশি গোয়েন্দাদের।
ECL-এর চার জেনারেল ম্যানেজারের বাড়িতেও তল্লাশি চালায় CBI। অভিযোগ সেই সময় অসুস্থ হয়ে মৃত্য়ু হয় ECL-এর সিকিউরিটি ইনচার্জের। সম্প্রতি কলকাতা এসে এই প্রসঙ্গে Trinamool Congress-কে নিশানা করেন Amit Shah। এই প্রেক্ষাপটে তল্লাশি অভিযান নিয়ে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছে TMC-BJP। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
কয়লা পাচারকাণ্ডে চার রাজ্যের ৪৫ জায়গায় তল্লাশি CBI-এর। সিআরপিএফকে নিয়ে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহারের পাশাপাশি এরাজ্যের কলকাতা, সল্টলেক, রানিগঞ্জ, আসানসোল, দূর্গাপুর, পুরুলিয়ার মতো একাধিক জায়গায় প্রায় ৩০০ জন অফিসার তল্লাশি অভিযান চালান। অবৈধ কয়লা কারবারে অভিযুক্ত ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার কলকাতা ও জেলার বাড়ি, ফ্ল্যাট, অফিস ও ঘনিষ্ঠদের ডেরায় তল্লাশি গোয়েন্দাদের।
ECL-এর চার জেনারেল ম্যানেজারের বাড়িতেও তল্লাশি চালায় CBI। অভিযোগ সেই সময় অসুস্থ হয়ে মৃত্য়ু হয় ECL-এর সিকিউরিটি ইনচার্জের। সম্প্রতি কলকাতা এসে এই প্রসঙ্গে Trinamool Congress-কে নিশানা করেন Amit Shah। এই প্রেক্ষাপটে তল্লাশি অভিযান নিয়ে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছে TMC-BJP। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
Continues below advertisement
Tags :
Coal Smuggling Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News CBI Abp Ananda