CBI Raid in Illegal Coal Trade: 'কান টানলে এবার মাথা আসবে', CBI-এর তল্লাশি প্রসঙ্গে Dilip Ghosh, 'রাজনীতির কোনও যোগ নেই' পাল্টা Saugata Roy
Continues below advertisement
কয়লা পাচারকাণ্ডে CBI তল্লাশি চালাচ্ছে অনুপ মাঝির নিতুড়িয়ার (পুরুলিয়া) বাড়িতে। CBI-এর ১২জন অফিসার যান অনুপ মাঝির বাড়িতে। নিতুড়িয়ার বাড়ি ও আরেকটি অফিসে গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছেন। CBI রেড প্রসঙ্গে Dilip Ghosh বলেন, 'কয়লার টাকা কোথায় কোথায় গেছে মানুষও জানে খানিকটা। মানুষের দুঃখ ছিল যে এই ধরনের সরকারি সম্পত্তি লুট করছে কিছু লোক। তার প্রতিকার হওয়া উচিত। আমরা বারবার বলেছি কিন্তু তদন্ত শুরু হয়নি আগে। গরুর টাকা, কয়লার টাকা, বালির টাকা, পাথরের টাকা লুট হয়ে যাচ্ছে। এর সঙ্গে পার্টির লোকরা যুক্ত আছেন। প্রশাসনের লোকরা যুক্ত আছেন। বিষয়গুলি সামনে আসা উচিত। সাজা পাওয়া উচিত। বর্তমানে কেন্দ্রীয় সংস্থা সক্রিয় হয়ে মাথাদের ধরছে। কিছু জায়গায় 'কান'-কে ধরেছে এবার 'মাথা' আসছে। খুব তাড়াতাড়ি তা প্রকাশ্যে আসা উচিত।' এই প্রসঙ্গে Trinamool Congress সাংসদ Sugata Roy বলেন, 'CBI-এর তল্লাশি রাজনৈতিক বিষয় নয়। CBI কেন্দ্রীয় সরকারে একটি সরকারি বিধিবদ্ধ সংস্থা। তাদের আইন অনুযায়ী কিছু অধিকার আছে। সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। Dilip Ghosh এই নিয়ে অনাবশ্যক কথা বলছেন।'
Continues below advertisement
Tags :
Illegal Coal Trade Saugata Roy Coal Smuggling Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bengali News Live Bangla News Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News CBI Abp Ananda Dilip Ghosh