Mamata Birbhum Visit: 'আমি মুখ্যমন্ত্রী নই, দিদি', বল্লভপুর গ্রাম ঘুরে বার্তা মমতার

Continues below advertisement
বীরভূমের বল্লভপুর গ্রামে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন বল্লভপুর গ্রামে গিয়ে 'দুয়ারে সরকার', স্বাস্থ্য-সাথী এবং বিনামূল্যে চাল-ডাল প্রকল্পের সুবিধা কতটা সেই গ্রাম পেয়েছে, তার খোঁজখবর নেন তিনি। জানা গিয়েছে, 'আমি মুখ্যমন্ত্রী নই, আমি দিদি' এই বার্তাই এদিন আদিবাসী গ্রামকে দিয়েছেন মুখ্যমন্ত্রীক। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এক গ্রামবাসী তাঁর পরিবারের সদস্যের মানসিক অসুস্থতার প্রসঙ্গ তোলেন। এরপরই সেই পরিবারকে এক হাজার টাকা ভাতা প্রদানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, কলকাতা ফেরার পথে হঠাৎ তাঁর এই গ্রামসফর। এভাবে মুখ্যমন্ত্রী চলে আসবেন, কোনওভাবেই প্রস্তুত ছিল না সেই গ্রাম। তাই তাঁকে সামনে পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরা। বীরভূমের আদিবাসী ভোটকে টার্গেট করেছে তৃণমূল। তাই ২০২১-এর ভোটের আগে আদিবাসীদের পূর্ণ সমর্থন পেতে এই সফর বলে মনে করা হচ্ছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram