Chief Minister's Press Meet: 'প্রকল্পে আমরা কারও থেকে জমি জোর করে নেবো না', জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement
এদিন সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'প্রকল্পে আমরা এখন কারও থেকে জমি নেবো না। যেখানে জমি কারও দখলে নেই, সেখানে আস্তে-আস্তে কাজ শুরু করব। যেখানে জমি আছে সবকিছু করে ভাববো। জমি নিয়ে আমার কোনও সমস্যা নেই। জোর করে জমি কোথাও নেবো না।' এদিন অমর্ত্য সেন প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। নাম না করে বলেছেন, 'যারা অমর্ত্য সেনের সমালোচনা করছেন, তাঁদের বাংলার সংস্কৃতি সম্বন্ধে ধারণা নেই।' তাজপুর বন্দরে লগ্নির স্বার্থে বিশ্বের বড় বড় বন্দর নির্মাণ সংস্থাকে আহ্বান জানান তিনি। তিনি বলেন, 'এটা রাজ্য সরকারের। ৪২০০ কোটি টাকার এই প্রকল্পে কোনও জমি অধিগ্রহণ হবে না। কিন্তু বন্দর নির্মাণের সুযোগ থাকবে। মূল প্রকল্পের সঙ্গে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। দুই মেদিনীপুরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।' এটা নতুন কর্মপথ তৈরি করবে। দাবি করেন মুখ্যমন্ত্রী।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram