মাঝে মাত্র ২০ কিমি দূরত্ব, ছোট আঙারিয়া দিবসে কার্যত সম্মুখ সমরে Trinamool Congress ও Suvendu Adhikari
Continues below advertisement
ছোট আঙারিয়া দিবসে (Choto Angaria Diwas) কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। সোমবার একই সময়ে ২০ কিলোমিটারের ব্যবধানে দুই দলের সভা ঘিরে সরগরম হয়ে উঠল গড়বেতা (Garbeta)। এই সেই গড়বেতা, যেখানকার ছোট আঙারিয়া (Choto Angaria) গ্রামে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের (Bakhtar Mondal) বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। ২০০১ সালের ৪ জানুয়ারি এই ঘটনায় মারা যান ৫ তৃণমূল কর্মী। ২০০১ সালের পর থেকে প্রতি বছর ছোট আঙারিয়া দিবস পালন করে তৃণমূল। গড়বেতা হাইস্কুল মাঠ থেকে যখন তৃণমূলকে হুঙ্কার দিচ্ছেন তখন গড়বেতার বোষ্টম মোড়ের সভা থেকে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করে তৃণমূল।
Continues below advertisement
Tags :
Choto Angaria Diwas Garbeta TMC BJP West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election West Bengal Assembly Elections WB Polls 2021 West Bengal Election West Bengal Elections Suvendu Adhikari