Christmas 2020: বাংলা ক্যারলের মধ্য দিয়ে বড়দিন শুরু Chandannagar Sacred Heart Church - এ

Continues below advertisement
কলকাতার পাশাপাশি চন্দননগরে সমারোহে পালিত হচ্ছে বড়দিন। সেক্রেড হার্ট চার্চে আসছেন দর্শনার্থীরা। শুরু হয়েছে সকালের প্রার্থনা। এখানে প্রতি বছর বড় করে বড়দিন পালন করা হয়। এই চার্চের বিশেষত্ব, এখানে ক্যারল হয় বাংলাতে। বড়দিন উপলক্ষে চার্চের বাইরেও সুন্দর করে সাজানো হয়েছে। সকাল থেকেই আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। সব মিলিয়ে উৎসবের আবহ চার্চ প্রাঙ্গণে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram