Morning Headlines: আজ বড়দিন, করোনা আবহেই সেজে উঠেছে কলকাতা, কাঁথির সভা থেকে 'তোলাবাজ ভাইপো' আক্রমণ শুভেন্দুর

Continues below advertisement
একুশে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি (BJP)। রোড শোতেই প্রমাণিত বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত সঠিক। কাঁথির সভায় বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলের (TMC) সভার পাল্টা কাঁথিতে শুভেন্দুর ৫ কিলোমিটার রোড শো। এবার ২০০ পার, 'তোলাবাজ ভাইপো'-তেই শুধু আপত্তি, খোঁচা শুভেন্দুর। ২০ আসন পাবে বিজেপি,পাল্টা ফিরহাদ। বিধানসভা ভোটের আগে মমতার নজর সিঙ্গুরে। Agro Industrial Park -র ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee), তাজপুর বন্দরে বিনিয়োগ চেয়ে শিল্পপতিদের আহ্বান। পুরোটাই ভাঁওতা, কটাক্ষ লকেটের (locket Chatterjee) । বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে আমন্ত্রণ বিতর্ক। আমন্ত্রণ জানানো হয়নি, অভিযোগ মুখ্যমন্ত্রীর। ৪ ডিসেম্বর আমন্ত্রণ, পাল্টা অমিত মালব্য। দেখানো হোক রাজ্যের প্রাপ্তি স্বীকার, পাল্টা ব্রাত্য। বিশ্বভারতীর উদ্বোধনী ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুজরাতের সম্পর্ক তুলে ধরলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। রবীন্দ্রনাথের মেজদাকে বললেন বড়দা। জ্ঞানদানন্দিনীকে বললেন জ্ঞানেন্দিনী, কটাক্ষ ব্রাত্যর। ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক, একাদশের বার্ষিক পরীক্ষা, ১০ মার্চ থেকে প্রাক্টিক্যাল। মাধ্যমিক শুরু হতে পারে ১ জুন থেকে। দু-একদিনের মধ্যেই পরীক্ষার সূচি। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে গেলে প্রিয়ঙ্কাকে বাধা পুলিশের। ছাড় রাহুল, গুলাম নবিকে। দেশে গণতন্ত্র নেই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বললেই জঙ্গি তকমা, আক্রমণ রাহুলের। আজ বড়দিন। করোনা আবহে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ব্রেবোন রোডে পর্তুগিজ চার্চে মমতা। নিরাপত্তার বিশেষ বন্দোবস্ত পুলিশের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram