Christmas 2020: নেই চিড়িয়াখানার গেটে লম্বা লাইন, দুপুর ২টোয় বন্ধ হবে সেন্ট পলসও

আজ বড়দিনে উধাও চিড়িয়াখানার চেনা ভিড়। চিড়িয়াখানার গেটে নেই লম্বা লাইন। টিকিট কাউন্টারের সামনেও দেখা যায়নি উপচে পড়া ভিড়। অন্যান্য বছর চিড়িয়াখানা খোলার আগে যা ভিড় হয়, আজ সেরকম কোনও ছবিই চোখে পড়েনি। তবে সতর্কতা বজায় রেখেই গেটে বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল। আবার অন্যদিকে সেন্ট পলস চার্চেও নেই চেনা ভিড়। তবে মানুষ আসছেন। এবছর সারাদিন খোলা থাকছে না সেন্ট পলস ক্যাথিড্রাল। দুপুর ২টোর পর বন্ধ করে দেওয়া হবে চার্চ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola