কৃষ্ণগঞ্জের Trinamool Congress বিধায়ক খুনে চার্জশিট CID-এর, চার্জশিটে নাম Mukul Roy-এর

Continues below advertisement
নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় চার্জশিট। চার্জশিট জমা দিল CID। চার্জশিটে চক্রান্তকারী হিসাবে নাম বিজেপি নেতা মুকুল রায়ের। 
এর আগে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল CID। সেখানে নাম ছিল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। রানাঘাট আদালতে Mukul Roy-এর নামে চার্জশিট জমা দিল সিআইডি।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর জলসা চলার সময় খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়েছিল সত্যজিৎ বিশ্বাসকে। যে খুনের পর তদন্তভার নেয় সিআইডি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram