সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে রণক্ষেত্র আমডাঙা, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি-কাঁদানে গ্যাস
Continues below advertisement
পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা। দফায় দফায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল। পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস। পুলিশ সূত্রে খবর, সোশাল নেটওয়ার্কিং সাইটের একটি পোস্টকে ঘিরে এদিন গজবন্দ গ্রামের বাসিন্দাদের সঙ্গে স্থানীয় তৃণমূল সমর্থকদের সংঘর্ষ হয়। আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। এরপরই ৩৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়। পুলিশ কয়েক জনকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। আহত হন কয়েকজন পুলিশ কর্মী। পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্স।
Continues below advertisement
Tags :
Police Clash ABP News Live Bengali NH 34 Amdanga ROAD BLOCKED North 24 Pargana ABP Ananda LIVE Abp Ananda