স্মারকলিপি দেওয়াকে ঘিরে গোবরডাঙা হিন্দু কলেজে তুলকালাম, ABVP-TMCP-র লাঠালাঠি

Continues below advertisement

গোবরডাঙা হিন্দু কলেজে ABVP ও TMCP সংঘর্ষ, উত্তপ্ত কলেজ চত্বর। এবিভিপির অভিযোগ, দুদিন আগে তাদের দুজন সমর্থককে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা মারধর করে। তার প্রতিবাদে আজকে তাদের কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে তাদের গোবরডাঙা হিন্দু কলেজে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল। অভিযোগ, ডেপুটেশন জমা দেওয়ার সময় তাদের TMCP-র সমর্থকরা কলেজে ঢুকতে বাধা দেয়। এর ফলে বাধে সংঘৰ্ষ। দুই পক্ষই লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। টিএমসিপির দাবি, সংঘর্ষে তাদের ৪জন সমর্থক জখম হয়েছে। পাল্টা তাদের সমর্থকরা জখম হয়েছে বলে দাবি করে এবিভিপিও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram