শিল্পের জন্য জমিতে বেআইনি ইটভাটা, সরব হলদিয়ার শিল্পোদ্যোগী

Continues below advertisement
বিধানসভা ভোটের মুখে লাগাতার তৃণমূল (TMC) দাবি করে চলেছে, গত ১০ বছরে রাজ্যের শিল্প পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। কিন্তু এরই মধ্যে রাজ্যের শিল্পবান্ধব মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন হলদিয়ার এক শিল্পোদ্যোগী। পূর্ব মেদিনীপুরের গেঁওখালিতে রূপনারায়ণের চরে শিল্প স্থাপনের জন্য সরকারের কাছে প্রজেক্ট জমা দেন অনুপ আড়ি। তাঁর দাবি, নদীর চরে প্রায় ১০০ একর জমির আশ্বাস পান তিনি। কিন্তু জায়গা পাওয়া তো দূরের কথা, উল্টে সেই জায়গায় ক্রমশ গড়ে উঠছে বেআইনি ইটভাটা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram