হাওড়ায় বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা

Continues below advertisement
করোনা সংক্রমণের হার বাড়ায় হাওড়ায় বাড়ানো হল কনটেনমেন্ট জোনের সংখ্যা। রবিবার পুলিশ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মধ্যে বৈঠকের পর সোমবার থেকে হাওড়া শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে মোট ৮৫টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। হাওড়া পুর-এলাকায় কনটেনমেন্ট জোন ১৭ থেকে বেড়ে ২২ করা হয়েছে। এর মধ্যে ব্যাঁটরা, মালিপাঁচঘড়া থানা সহ বিভিন্ন এলাকা রয়েছে। পাশাপাশি, হাওড়া গ্রামীণের মধ্যে রয়েছে শ্যামপুর, বাগনান, উলুবেড়িয়া এবং উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকা। গোটা জেলাজুড়ে পুলিশের তরফে প্রচার করা হচ্ছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram