West Bengal Elections 2021: রথযাত্রার অনুমতি নিয়ে কথা বলতে হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে, বিজেপিকে জানালেন মুখ্যসচিব

Continues below advertisement
বিধানসভা ভোটের আগে প্রচার তুঙ্গে তুলতে এবার রথযাত্রার আয়োজন করছে বিজেপি। যার পোশাকি নাম দেওয়া হয়েছে পরিবর্তন যাত্রা। ৬ ফেব্রুয়ারি, শনিবার নদিয়ার নবদ্বীপ থেকে এই রথযাত্রার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কিন্তু এই রথযাত্রার অনুমতি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রথযাত্রা কর্মসূচির অনুমতি চেয়ে সোমবার মুখ্যসচিবকে চিঠি দেয় বিজেপি।
সূত্রের খবর, মুখ্যসচিব জানিয়েছেন, রথযাত্রার অনুমতি নিয়ে কথা বলতে হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে। এরপর আজ রথযাত্রা নিয়ে বৈঠকে বসেন বিজেপির কলকাতা জোনের নেতারা। দলীয় সূত্রের খবর, মুখ্যসচিবের তরফে চিঠি পাওয়ার পর প্রথমে জেলাশাসকদের থেকে অনুমতি চাওয়া হবে। পুলিশ আটকালে বাধা অতিক্রম করে পায়ে হেঁটে শুরু হবে যাত্রা।
বিজেপি যখন রথযাত্রার অনুমতি পেতে তোড়জোড় শুরু করেছে, তখন গেরুয়া শিবিরের রথযাত্রা বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক আইনজীবী। আদালতে তাঁর দাবি, রথযাত্রা হলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
এ নিয়ে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ট্যুইট করে বলেছেন, দিদি কি ভয় পেয়েছেন! বাংলায় রাজনৈতিক পরিবর্তন আনার জন্য ৬ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি। এর উদ্বোধন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা করবেন। কিন্তু রাজ্য সরকার অনুমতি দেয়নি। আইনশৃঙ্খলার অজুহাত তুলে হাইকোর্টে আবেদন করে আটকানোর চেষ্টা করা হচ্ছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও রথযাত্রার পরিকল্পনা করেছিল বিজেপি। কিন্তু, শেষমুহূর্তে তা ভেস্তে যায়। প্রথমত, রথযাত্রায় রাজ্য প্রশাসনের অনুমতি মেলেনি। পরে আদালতের নির্দেশেও রথের যাত্রাভঙ্গ হয়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram