কোচবিহার: সংক্রমণ-শঙ্কায় ধারকাছে ঘেষলেন না কোনও স্বাস্থ্যকর্মী, করোনায় মৃত যুবকের দেহ অ্যাম্বুল্যান্সে তুললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট
Continues below advertisement
করোনা আক্রান্ত মৃতদেহ মর্গ থেকে বের করা নিয়ে টানাপোড়েন। স্বাস্থ্যকর্মীরা এগিয়ে না আসায় দেহ অ্যাম্বুল্যান্সে তুললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এক যুবক চিকিৎসা করিয়ে ফেরার পথে মারা যান। তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে আনা হয়। তাঁর কোভিড পরীক্ষা করা হলে জানা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন। তারপর মর্গ থেকে সেই দেহ বের করা নিয়েই শুরু হয় টানাপোড়েন। অভিযোগ, দেহটি মর্গ থেকে বের করতে কোনও কর্মী এগিয়ে আসেনি। ফলে বাধ্য হয়ে সেই দেহ তুলতে এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তাঁর সহকারীরা।
Continues below advertisement