পশ্চিম মেদিনীপুরের সালুয়ায় ইএফআর ক্যাম্পে করোনার থাবা, সংক্রমিত প্রশিক্ষণ নিতে আসা ৪৫ জন জওয়ান
Continues below advertisement
পশ্চিম মেদিনীপুরের সালুয়ায় ইএফআর ক্যাম্পে করোনার থাবা। প্রশিক্ষণ নিতে আসা ৪৫ জন জওয়ানের শরীরে মিলল সংক্রমণ। ওই এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা। বন্ধ করে দেওয়া হয়েছে সালুয়া বাজার। আক্রান্তদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি, বাকি জওয়ানদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, এক এসআই করোনা আক্রান্ত হওয়ায় সিল করা হল পশ্চিম মেদিনীপুরের খাকুড়দার জোড়াগেড়িয়া ফাঁড়ি। কোয়ারেন্টিনে ৩ পুলিশ অফিসার সহ ৪০ জন পুলিশ কর্মী। ৯ জুলাই জ্বর হয় ওই এসআই-এর। ১১ তারিখ নমুনা সংগ্রহ করা হয়। গতকাল রিপোর্ট পজিটিভ আসে। তার জেরে আজ সকালে জোড়াগেড়িয়া ফাঁড়ি সিল করে দেওয়া হয়। এলাকাটিকে কনটেনমেন্ট জোন করা হয়েছে। জোড়াগেড়িয়া ফাঁড়ির পরিবর্তে আপাতত বেলদা থানায় অভিযোগ জানাতে হবে।
Continues below advertisement
Tags :
Jawans Tested Positive ERF Camp ABP News Live Bengali ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda West Midnapore