সরকারি ওয়েবসাইটে বিভিন্ন করোনা হাসপাতালে বেডের সংখ্যা দেওয়া রয়েছে এক, আর বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন ছবি! বাড়ছে উদ্বেগ
Continues below advertisement
সরকারি ওয়েবসাইটে বিভিন্ন করোনা হাসপাতালে বেডের সংখ্যা দেওয়া রয়েছে এক, আর বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন ছবি! কোনও ক্ষেত্রে তো আবার সরকারি নথিতে বেড থাকার কথা বলা হলেও, দেখা যাচ্ছে সেই হাসপাতালের পরিষেবাই এখনও শুরু হয়নি! এরকম চলতে থাকলে আইনশৃঙ্খলার অবনতি হবে, মত বিশেষজ্ঞদের। প্রতিক্রিয়া মেলেনি স্বাস্থ্য দফতরের।
Continues below advertisement
Tags :
Private Hoapital Sufficient Beds ABP News Live Bengali Corona Treatment ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda