১৩ ঘণ্টা ধরে বাড়িতে পড়ে করোনা আক্রান্তের মৃতদেহ! শহর জুড়ে একের পর এক অমানবিকতার ছবি
১৩ ঘণ্টা ধরে বাড়িতে পড়ে করোনা আক্রান্তের মৃতদেহ। করোনা আবহে এবার বেহালার সাহাপুর মেন রোডে অমানবিক আচরণের অভিযোগ। করোনা আক্রান্ত হন একই পরিবারের ৪ জন। পরিবারের দাবি, গতকাল রাত ১২টায় ষাটোর্ধ্ব গৃহকর্তার মৃত্যু হয়। করোনা আক্রান্ত মৃতের স্ত্রী, মেয়ে-সহ আরও ৩ জন। মৃতের পরিবারের অভিযোগ, ১১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বাড়ি গিয়ে বারবার ডেকেও সাড়া মেলেনি। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ মৃতের আত্মীয়দের। যদিও কাউন্সিলর সব অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশের তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি।
Tags :
Corona Suspicion ABP News Live Bengali ABP Ananda LIVE Corona In Bengal Corona Fear Corona Behala Abp Ananda