করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে মৃত্যু! প্রশ্ন উঠছে আইসিএমআর-এর গাইডলাইনের যৌক্তিকতা নিয়ে
করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেই কি দুশ্চিন্তামুক্ত? হাসপাতাল থেকে ফেরার পর শিলিগুড়ির প্রভাত দাশগুপ্ত বা লিলুয়ার সন্তোষ হরিজনের মৃত্যুতে উঠছে প্রশ্ন। নির্দিষ্ট কয়েকদিনের ব্যবধানে এক এক রকমের করোনা রিপোর্টেও বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে আইসিএমআর-এর গাইডলাইনের যৌক্তিকতা নিয়েও।
Tags :
ABP News Live Bengali ICMR Guideline ICMR ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda Covid-19