রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৫০.৬৮%, উপসর্গ দেখা দিলেই চিকিৎসা করান, বললেন মুখ্যমন্ত্রী
Continues below advertisement
করোনা আক্রান্ত অনেকেই বাইরে থেকে এসেছেন। সে জন্যই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। রাজ্যে এখন ল্যাবের সংখ্যা বাড়ানো হয়েছে। রাজ্যে ৭৭টি কোভিড হাসপাতাল। কাজ করছেন ৮ হাজার চিকিৎসক কাজ করছেন। প্রায় ৯ হাজার নার্স কাজ করছেন। রাজ্যে করোনা আক্রান্ত ৫ হাজার ৭৭৭। করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৩৩ জন। রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৫০.৬৮%। ১০৪টি সেফ হোম সেন্টার তৈরি করেছে সরকার। মৃদু উপসর্গ থাকলে সেফ হোম সেন্টারে রাখা হবে। সেফ হোম সেন্টারে গিয়ে ওষুধ দেবেন চিকিৎসকরা। এখনও অনেকে মাস্ক পরছেন না। যারা লুকিয়েছে, তারাই বিপদে পড়েছে। উপসর্গ দেখা দিলেই চিকিৎসা করান। বেসরকারি হাসপাতালে অন্য রোগেরও চিকিৎসা হোক। রোগীদের প্রত্যাখ্যান করবেন না। রিপোর্ট না এলে সঙ্কটাপন্ন রোগী চিকিৎসা পাচ্ছেন না। টেস্ট রিপোর্টের অপেক্ষায় না থেকে চিকিৎসা করুন, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
Continues below advertisement
Tags :
Chief Minister Of Bengal Ananda Live ABP News Live Bengali Corona In Bengal Abp Ananda Nabanna Coronavirus Mamata Banerjee